কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলার শিকার BJP, ৩ যুব নেতাকে খুন
হামলার নিন্দা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের কুলগামে ৩ বিজেপি নেতাকে খুন করল সন্ত্রাসবাদীরা। পুলিস জানিয়েছে, ওয়াইকে পোরা এলাকায় গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গত কয়েক মাসে এনিয়ে একাধিক বিজেপি নেতা সন্ত্রাসী হামলার শিকার হলেন।
পুলিস বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কুলগাম থানায় খবর আসে, ওয়াইকে পোরা এলাকায় ৩ বিজেপি নেতার উপরে হামলা করেছে সন্ত্রাসবাদীরা। সিনিয়র পুলিস আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তিন বিজেপি নেতার নাম ফিদা হুসেন ইয়াট্টুস, উমের রশিদ বেগ ও উমের রমজান হাজাম। হামলার নিন্দা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ওঁরা জম্মু-কাশ্মীরে দারুণ কাজ করছিলেন। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আত্মার শান্তি কামনা করছি।
ঘটনার তীব্র নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তাঁর টুইট, কুলগাম থেকে ভয়ঙ্কর খবর পেলাম। ৩ বিজেপি নেতার উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি।
ঘটনায় খুনের মামলা দায়ের করেছে পুলিস। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
আরও পড়ুন- সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর