নিজস্ব প্রতিবেদন: খবর ছিল বারামুলার সালুসায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেইমত অপারেশনের চক কষে শনিবার তল্লাশিতে  নামে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও কাশ্মীর পুলিসের যৌথ দল। জঙ্গিদের আস্তানার কাছে যেতেই শুরু গুলির লড়াই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অনশনে কাজ হয়নি, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের পতাকা টেনে নামালেন সমাজকর্মী


বারামুলার সালুয়ায় ওই গুলির লড়াইয়ে ইতিমধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। কাশ্মীর জোনের পুলিসের তরফে এক টুইটে জানানো হয়েছে, চেক-ই-সালুসায় এনকাউন্টার শুরু হয়েছে।  কাশ্মীর পুলিস ও নিরাপত্তা বাহিনী অপারেশনে নেমেছে। কাশ্মীর পুলিস সূত্রে খবর, সালুসায় আটকে পড়েছে অন্ততপক্ষে ৩ এর বেশি জঙ্গি।



আরও পড়ুন-বিজনেস ক্লাস-এর সিট ছেড়ে দিলেন স্টাফ-এর জন্য! ধোনির মনটা ঠিক কত বড়!


এই সপ্তাহের গোড়াতেই  ৪ শীর্ষ লস্কর নেতা সহ মোট ৫ জঙ্গি এনকাউন্টারে নিহত হয়। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয় উত্তর কাশ্মীরে। বাকীদের মৃত্যু হয় সালুসায়।