কাশ্মীরে যৌথ অভিযানে খতম সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী
প্রকৃতপক্ষে পাকিস্তানের মুলতানের বাসিন্দা নাভিদকে ২০১৪ সালে গ্রেফতার করেছিল পুলিস। চলতি বছরের শুরুতেই হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় পুলিস হেফাজত থেকে পালিয়েছিল নাভিদ।
নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক সুজাত বুখারির হত্যাকাণ্ডে জড়িত ১ জঙ্গিকে খতম করলেন নিরাপত্তারক্ষীরা। বুধবার কাশ্মীরের বদগামে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে নাভিদ জাট নামে ওই জঙ্গির।
বুধবার বদগামের চাট্টেরগ্রাম এলাকায় যৌথ অভিযানে নামে সেনা ও পুলিস। ৩ লস্কর জঙ্গিকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। এর পরই শুরু হয় গুলির লড়াইতে নিহত হয় নাভিদ জাট।
রোজ দামি উপহার চাই, প্রেমিকার 'আবদার'-এর চাপে আত্মঘাতী যুবক
প্রকৃতপক্ষে পাকিস্তানের মুলতানের বাসিন্দা নাভিদকে ২০১৪ সালে গ্রেফতার করেছিল পুলিস। চলতি বছরের শুরুতেই হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় পুলিস হেফাজত থেকে পালিয়েছিল নাভিদ।
গত ১৪ জুন শ্রীনগরের প্রেস এনক্লেভে খুন হন 'রাইজিং কাশ্মীর'-এর সম্পাদক সুজাত বুখারি। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল তাঁর ২ নিরাপত্তারক্ষীরও। ঘটনায় নাভিদ-সহ আরও এক লস্কর জঙ্গি জড়িত বলে জানিয়েছিলেন তদন্তকারীরা।