ওয়েব ডেস্ক : জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে এসেছিল পাক জঙ্গিরা। তদন্তে নেমে এমনটাই দাবি গোয়েন্দাদের। নিহত জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া ওয়্যারলেস সেট তৈরি করেছে জাপানের সংস্থা আইকম। ওয়্যারলেসের উপর উর্দুতে লেখা বিলকুল নয়া।  ইংরিজিতে নিউ কথাটিও খোদাই করা আছে ওয়্যারলেসের উপর। শুধুমাত্র কোনও দেশের নিরাপত্তা সংস্থাকেই এই ধরণের ওয়ারল্যেস বিক্রি করা হয়। এই ওয়্যারলেসের বিক্রি সংক্রান্ত তথ্য জানতে জাপানি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে NIA।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'আজ রাতেই কি হামলা পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে?' জল্পনা উস্কে দিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ


প্রসঙ্গত, গত রবিবার কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলায় প্রায় হারিয়েছেন ১৮ জন জওয়ান। আর এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে শুরু করেছে।