ওয়েব ডেস্ক: পাম্পোরে সাততলা EDI ভবনে রয়েছে সত্তরটি ঘর। প্রত্যেকটি ঘরই জঙ্গিদের কাছে এক-একটি বাঙ্কার। একদম ওপরে রয়েছে ক্যান্টিন। সেখান থেকেই রসদ পাচ্ছে জঙ্গিরা। জঙ্গি নিকেশে তাই বেগ পেতে হচ্ছে সেনাকে।  সোমবার শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে EDI বিল্ডিংয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। ঝিলাম নদীর ধারে সাততলা এই সরকারি ভবন।


আরও পড়ুন- সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে ফের প্রস্তুত হচ্ছে পাক জঙ্গিরা


বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে  এই ভবন কার্যত পুরোপুরি বন্ধ।  চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই ভবনে ঢুকে পড়ে জঙ্গিরা। সেবার সেনা অভিযানে শহীদ হতে হয় দুই সেনা অফিসারকে। এবার তাই তাড়াহুড়ো নয়। যথেষ্ট সময় নিয়েই ফাইনাল অ্যাসল্টের প্রস্তুতি নিচ্ছে সেনা।


আরও পড়ুন- পাকিস্তানকে কোণঠাসা করতে আন্তর্জাতিক মঞ্চেও চাপ বাড়াল ভারত