আর্থিক সঙ্কটে কেন্দ্রীয় সরকার, নাভিশ্বাস উঠছে আম জনতার!
বাজপেয়ী জমানার পাঁচ বছর শেষে ভারত উদয় স্লোগানে ভোটে গিয়ে হেরেছিল বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: চরম আর্থিক সঙ্কটে কেন্দ্রীয় সরকার। পরিত্রাণের পথ খুঁজতে প্রতিদিন নেওয়া হচ্ছে এমন সব সিদ্ধান্ত, যাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
বাজপেয়ী জমানার পাঁচ বছর শেষে ভারত উদয় স্লোগানে ভোটে গিয়ে হেরেছিল বিজেপি।এ বার আর লোকসভা ভোটের আগে, আচ্ছে দিন এল কিনা তা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছেন না প্রধানমন্ত্রী। বরং মোদী জমানায় কাজের সুযোগ সেভাবে না বাড়া, জিনিসের দামে লাগাম না পড়া - ভোটের আগে এসবই বিরোধীদের কাছে গরম ইস্যু।
আরও পড়ুন: যাদের কিছু লুকোনোর আছে, তারাই সিবিআইকে ঢুকতে দিচ্ছে না: জেটলি
গত সাড়ে চার বছরে কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্তে সাধারণ মানুষের রোজকার জীবনে চাপ অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছে নানা মহল।
মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা...
চড়া উত্পাদন শুল্কের জেরে আকাশ ছুঁয়েছে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম
রেলে কয়লা, আকরিক লোহা, ইস্পাতের পণ্য মাসুল প্রায় ৯% বাড়ায় মূল্যবৃদ্ধির আশঙ্কা
স্বল্প সঞ্চয়ে লাগাতার সুদ ছাঁটাইয়ের জেরে সমস্যায় প্রবীণ নাগরিকরা
সরকার ভর্তুকির পরিমাণ ক্রমশ কমিয়ে আনায় সমস্যায় গরিব মানুষ
আরও পড়ুন-সরকারি চাকরির আশ্বাস ও চেষ্টা, প্রতারণার অভিযোগে ধৃত 'মুখ্যমন্ত্রীর আত্মীয়'!
চরম আর্থিক সঙ্কটের জেরেই মোদী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।