Coromandel Express Accident: করমণ্ডল-বিপর্যয়ের পর খোঁজ মিলল ভাইরাল ভিডিয়োর কাতর সেই বাবার
১ সপ্তাহ পার। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেস। মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ছেলেকে খুঁজে পাচ্ছি না'। হতভাগ্য বাবার আর্তনাদে চোখে জল এসেছিল সবার। ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কে সেই ব্যক্তি? খুঁজে বের করল টিম এনটিটি (NTT)।
১ সপ্তাহ পার। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। কীভাবে? মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল। কোনওমতে রক্ষা পায় ৩ বগি! মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই।
এই দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যায়, শ'য়ে শ'য়ে মৃতদেহ মাঝে কাকে যেন খুঁজছেন এক বৃদ্ধ। এরপর কাউকে প্রশ্ন করতে শোনা যায়, কাকে খুঁজছেন? সেই বৃদ্ধ বলেন, 'ছেলেকে'। কোন ট্রেনে ছিল? এবার জবাব আসে, 'করমণ্ডল'। আর শেষে সেই হৃদয়বিদারক উক্তি, 'ছেলেকে খুঁজে পাচ্ছি না'!
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সেই ভিডিয়ো দেখেছিল গোটা দেশ। কিন্তু ওই বৃদ্ধের পরিচয় কী? কোথায় থাকেন তিনি? ওড়িশার বাসিন্দা রবীন্দ্র সাহুর কাছে পৌঁছে গেলেন তমাল সাহা এবং টিম এনটিটি (Team NTT)। জানা গেল, অভিশপ্ত সেই করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন রবীন্দ্রের বড় ছেলে গোবিন্দ। তিনি আর নেই।
রবীন্দ্র সাহু বললেন, 'যখন দুর্ঘটনা হল, টিভির সামনেই বসেছিলাম। পঞ্চাশবার ওকে ফোন করলাম, ধরল না। তখনই সন্দেহ হয়েছিল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে খুঁজে পেলাম'। আর্থিক সাহায্য পেয়েছেন? সন্তানহারা বাবা জানালেন, 'রেলমন্ত্রী ১০ লক্ষ টাকা দিয়েছেন। ওড়িশা সরকার ৫ লক্ষ টাকা দিয়েছে'। সঙ্গে প্রশ্ন, 'সরকার যে টাকা দিয়েছে, সে কি আমাকে বাবা বলে ডাকবে! সংসারের খরচ দেবে'?