নিজস্ব প্রতিবেদন: সত্যিই কি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করছেন? জল্পনা শুরু হয়ে ছিল কয়েক সপ্তাহ আগেই। আগামী ১৯ নভেম্বর শীর্ষ ব্যাঙ্কের পরিচালন কমিটির বৈঠক যত ঘনিয়ে আসছে, ক্রমশ প্রবল হচ্ছে এই জল্পনাও। তবে, এনডিটিভি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, ওই বৈঠকে উর্জিত প্যাটেল যদি কেন্দ্রের মন না রাখতে পারে, তা হলে ইস্তফা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- যোগীর পর মোদীর রাজ্য! আমেদাবাদ পাল্টে কর্ণাবতী নাম রাখার প্রস্তাব বিজেপির


সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রের উচ্চপদস্থ এক আধিকারিক বলেছেন, “দেশের অর্থনীতির প্রাধান্যকে মান্যতা দিতে হবে। বোর্ডের সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। রির্জাভ ব্যাঙ্কের গভর্নর যদি একতরফা সিদ্ধান্ত নেন, তাহলে পদত্যাগ করুন তিনি।” উল্লেখ্য, আরএসএস ঘনিষ্ঠ স্বামীনাথন গুরুমূর্তি ওই পরিচালন সমিতির অন্যতম সদস্য। কেন্দ্রের নীতিকেই তিনি প্রাধান্য দেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে, ওই বৈঠকে কার্যত কোণঠাসা হতে পারেন উর্জিত প্যাটেল। গভর্নর যদি কেন্দ্রের পথে না আসেন, তা হলে  মনে করা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের ৭ নম্বর ধারার চূড়ান্ত ব্যবহারে পিছু পা হবে না অর্থমন্ত্রক। কারণ, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, কমিটির সদস্যরা কেন্দ্রকেই সমর্থন করবে।


আরও পড়ুন- অযোধ্যায় এসে রবীন্দ্রনাথের কথা বললেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি, কেন জানেন?


ভোটের মুখে দেশের অর্থনীতিকে ‘চাঙ্গা’ করতে রিজার্ভ ব্যাঙ্ককে ক্রমশ চাপ রাখছে কেন্দ্র। ডেপুটি গভর্নর বিরল আচার্য এক অনুষ্ঠানে আর্জেন্টিনা সরকারের প্রসঙ্গ টেনে বলেই ফেলেন, স্বশাসিত প্রতিষ্ঠানের কাজকর্মে হস্তক্ষেপ করলে অর্থনীতি উপর বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। কেন্দ্র চাইছে, অনাদায়ী ঋণে জর্জরিত ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপর নয়া ঋণনীতি শিথিল করুক রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে নগদের ঘাটতি মেটানো হোক। রিজার্ভ ব্যাঙ্কের কাছে গচ্ছিত উদ্ধৃত অর্থ তুলে দিক কেন্দ্রকে। ভোটের মুখে যা দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করবে কেন্দ্র। তবে, প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন মঙ্গলবার উত্তরসূরীর পাশে থেকেই বলেন, রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসিত ক্ষমতাকে সম্মান জানানো উচিত কেন্দ্রের। তাঁর কথায়, রিজার্ভ ব্যাঙ্ক হল কেন্দ্রের ‘সিট বেল্ট’। না পরলে যে কোনও সময় দুর্ঘটনা হতে পারে।