নিজস্ব প্রতিবেদন: আর্থিক জালিয়াতির হ্রাস ও সমস্ত স্তরের মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবাকে পৌঁছে দিতে দুটি প্রধান লক্ষ্যে উপনীত হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। দেশের বড় বড় নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকেই (এনবিএফসি) ব্যাঙ্কে রূপান্তরিত করার সিদ্ধান্তে আরবিআই এমনটাই জানিয়েছেন, আরবিআইয়ের ডেপুটি গভর্নর রাজেশ্বর রাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 তাঁর কথায়, ‘‘এনবিএফসি-গুলিকে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে রূপান্তরিত করলে, সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সরাসরি নিয়ন্ত্রণে থাকবে। তাতে অর্থনীতির নিরাপত্তা সুনিশ্চিত হবে। এই ধরনের ব্যাঙ্কিং সংস্থাগুলি যেহুতু গ্রামাঞ্চলের মানুষের কাছে ভরসার জায়গায় পৌঁছে যেতে পেরেছে, তাই তাদের দিয়ে অনেক বেশি সংখ্যায় মানুষের কাছেও দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার পৌঁছনো সম্ভব হবে।’’


পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে  আর্থিক দুর্নীতি করে এবং তার শিকার হয় গরীব মানুষ। এই জালিয়াতি বন্ধ ও নিরাপত্তা সুনিশ্চিত করার কাজটা সহজতর হবে।