`ধনী` কলকাতার মোট সম্পত্তির পরিমাণ কত, জানেন?
৪৬ হাজার মিলিয়নেয়ার, ২৮ জন বিলিয়নেয়ার। লাখ-কোটি ছাড়া কথা বলে না এই শহর। ভারতের সবচেয়ে ধনী শহর। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই। সেই শহরের মোট সম্পত্তির পরিমাণ ৮২০ বিলিয়ন ডলার। এমনই বলছে রিপোর্ট।
ওয়েব ডেস্ক : ৪৬ হাজার মিলিয়নেয়ার, ২৮ জন বিলিয়নেয়ার। লাখ-কোটি ছাড়া কথা বলে না এই শহর। ভারতের সবচেয়ে ধনী শহর। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই। সেই শহরের মোট সম্পত্তির পরিমাণ ৮২০ বিলিয়ন ডলার। এমনই বলছে রিপোর্ট।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথ-এর সেই রিপোর্টে বলা হয়েছে, তালিকায় মুম্বইয়ের পরেই রয়েছে দিল্লি ও বেঙ্গালুরু। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। দিল্লিতে থাকেন ২৩ হাজার মিলিয়নেয়ার এবং ১৮ জন বিলিয়নেয়ার। যাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৪৫০ বিলিয়ন ডলার। অন্যদিকে, বেঙ্গালুরুর মোট সম্পত্তির পরিমাণ ৩২০ বিলিয়ন ডলার। সেখানে থাকেন ৭৭০০ মিলিয়নেয়ার ও ৮ জন বিলিয়নেয়ার। ২০১৬-র ডিসেম্বর পর্যন্ত সারা দেশের মোট সম্পত্তির পরিমাণ ৬.২ ট্রিলিয়ন ডলার।
তালিকায় পরবর্তী শহরগুলি ঠিক এই রকম-
হায়দরাবাদ (৩১০ বিলিয়ন ডলার)
কলকাতা (২৯০ বিলিয়ন ডলার, ৯৬০০ মিলিয়নেয়ার ও ৪ জন বিলিয়নেয়ার)
পুনে (১৮০ বিলিয়ন ডলার)
চেন্নাই (১৫০ বিলিয়ন ডলার)
গুরগাঁও (১১০ বিলিয়ন ডলার)
আরও পড়ুন, নিজেকে "রসালো পিচফল"-এর সঙ্গে তুলনা করে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে আয়েশার জবাব