ওয়েব ডেস্ক : ৪৬ হাজার মিলিয়নেয়ার, ২৮ জন বিলিয়নেয়ার। লাখ-কোটি ছাড়া কথা বলে না এই শহর। ভারতের সবচেয়ে ধনী শহর। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই। সেই শহরের মোট সম্পত্তির পরিমাণ ৮২০ বিলিয়ন ডলার। এমনই বলছে রিপোর্ট।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউ ওয়ার্ল্ড ওয়েলথ-এর সেই রিপোর্টে বলা হয়েছে, তালিকায় মুম্বইয়ের পরেই রয়েছে দিল্লি ও বেঙ্গালুরু। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। দিল্লিতে থাকেন ২৩ হাজার মিলিয়নেয়ার এবং ১৮ জন বিলিয়নেয়ার। যাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৪৫০ বিলিয়ন ডলার। অন্যদিকে, বেঙ্গালুরুর মোট সম্পত্তির পরিমাণ ৩২০ বিলিয়ন ডলার। সেখানে থাকেন ৭৭০০ মিলিয়নেয়ার ও ৮ জন বিলিয়নেয়ার। ২০১৬-র ডিসেম্বর পর্যন্ত সারা দেশের মোট সম্পত্তির পরিমাণ ৬.২ ট্রিলিয়ন ডলার।


তালিকায় পরবর্তী শহরগুলি ঠিক এই রকম-
হায়দরাবাদ (৩১০ বিলিয়ন ডলার)

কলকাতা (২৯০ বিলিয়ন ডলার, ৯৬০০ মিলিয়নেয়ার ও ৪ জন বিলিয়নেয়ার)
পুনে (১৮০ বিলিয়ন ডলার)
চেন্নাই (১৫০ বিলিয়ন ডলার)
গুরগাঁও (১১০ বিলিয়ন ডলার)


আরও পড়ুন, নিজেকে "রসালো পিচফল"-এর সঙ্গে তুলনা করে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে আয়েশার জবাব