পার্থ প্রতিম চন্দ্র: ২৭ হাজার মেট্রিক টন। নিষিদ্ধ ঘোষণার পর দেশে এখন যত ম্যাগি অবিক্রিত অবস্থায় আছে তার পরিমাণ। অর্থাত্‍ দেশে অবিক্রিত ম্যাগির ওজন প্যারিসের আইফেল টাওয়ারের ওজনের প্রায় চার গুণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, ম্যাগির পাশাপাশি এবার অন্যান্য প্যাকেটজাত খাদ্যপণ্য পরীক্ষার নির্দেশ দিল কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা। সেই তালিকায় রয়েছে টপ রামেন, ফুডলস, ওয়াইওয়াইয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডও।


প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফুড সেফটি কমিশনারের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছেন FSSAI-এর CEO, YS মালিক। তাঁর নির্দেশ, ম্যাগির মতোই আর যেসব প্যাকেটজাত খাদ্যপণ্য বাজারে বিক্রি হচ্ছে সেগুলিরও নমুনা সংগ্রহ করে গুণমান পরীক্ষা করতে হবে।


এই নির্দেশের পর, নেসলে ইন্ডিয়ার পাশপাশি এবার ITC, ইন্দো-নিসিন ফুড লিমিটেড,  GCK কনজিউমার হেল্থ কেয়ার, CG ফুডস ইন্ডিয়া, রুচি ইন্টারন্যাশনাল এবং AA নিউট্রিশন লিমিটেডের পণ্যও চলে এল FSSAI-র স্ক্যানারে।