নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সকালে হঠাৎ বোমাতঙ্কে  হুড়োহুড়ি পড়ে যায় তাজমহলে। পর্যটকদের বের করে দেওয়া হয় তাজমহল থেকে। বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। শুরু হয় তল্লাসি অভিযান। চলে আসে বোম্ব স্কোয়াড। জানা যায়, ফোনে আসে সেই খবর। এক যুবক সেই খবর দেয়। পড়ে কিছু খুঁজে না পাওয়ায় কল ট্রেস করে ওই যুবককে খুঁজে বের করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সেনাবাহিনীতে কাজ না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি ফোনটি করেছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১১.১৫ তাজমহলের দরজা পুনরায় খুলে যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে তাজমহলে বোমাতঙ্ক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটক। ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা তাজমহল চত্বর। তাজমহলের অভ্যন্তরে নাকি রাখা রয়েছে বোমা। সে সম্পর্কে তথ্য পেয়েই সিআইএসএফ কর্মীরা তাড়াহুড়ো করে তাজমহলে উপস্থিত পর্যটকদের বের করে দিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে সন্দেহ জাগে। এরপর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হয়। 


জানা গিয়েছে ওই যুবক ফিরোজাবাদের বাসিন্দা।