ওয়েব ডেস্ক: GST - চালু হলেও ভোগ্যপণ্যের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। স্টক শেষ হওয়া পর্যন্ত প্যাকেটে যে MRP লেখা রয়েছে সেই দামেই কেনাবেচা হবে। GST -তে খাদ্যপণ্যকে করমুক্ত রাখা হয়েছে। অথবা ন্যূনতম কর ধার্য হয়েছে খাদ্যপণ্যের ওপর। সেইমতো অধিকাংশ খাবার জিনিসেরই দাম কমার কথা। যদিও, খাদ্যপণ্যের পুরনো স্টকে নতুন দাম ধার্য হচ্ছে না। ৩১সে অগাস্ট পর্যন্ত ব্যবসায়ীদের অনলাইন GST রিটার্ন জমা দিতে হবে না। জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এই দুই মাস নতুন দর ধার্য হচ্ছে না। যদিও সুপার মার্কেট ও শপিং মলগুলি জানিয়ে দিয়েছে এখন থেকেই তারা নতুন দরে পণ্য বেচবে।


এক দেশ, এক বাজার, একটাই কর, আজ থেকে দেশে নতুন অর্থব্যবস্থা


GST-র প্রভাবে কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমছে, পুরো তালিকা দেখে নিন