জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি বিরল সাক্ষি হতে চলেছে দেশ। ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী মাসে উজবেকিস্তানে একটি বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেহবাজ শরীফ বৈঠক করতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। এসসিও মহাসচিব ঝাং মিং শুক্রবার তিন দিনের শফরে পাকিস্তান যাচ্ছেন। অন্যদিকে ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত হতে চলেছে এসসিও-র বার্ষিক সম্মেলন। সেখানে অংশ নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানাবেন মিং।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সম্মেলনে যোগ দেবেন। এরফলেই পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রী মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। গত ছয় বছরের মধ্যে প্রথমবার দুই প্রধানমন্ত্রী এক জায়গায় উপস্থিত থাকবেন। 


উচ্চপদস্থ কূটনৈতিক সূত্রে বৃহস্পতিবার জানা গিয়েছে শেহবাজ এবং মোদীর মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর কারণ দুজনেই দুই দিনের জন্য একই জায়গায় থাকবেন। সূত্র মারফত জানা গিয়েছে, "ভারত এখনও অনুরোধ না করায় দু'জনের কোনও বৈঠকের কাঠামো তৈরি হয়নি। যদি এমন অনুরোধ করা হয়, সেক্ষেত্রে পাকিস্তানের প্রতিক্রিয়া ইতিবাচক হবে।"


আরও পড়ুন: Vice President Of India Election 2022: 'উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সিদ্ধান্ত হতাশাজনক'


চিন, পাকিস্তান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান এই গ্রুপের পূর্ণ সদস্য। গ্রুপের নতুন চেয়ার ইতিমধ্যেই তার অগ্রাধিকার এবং কাজগুলির রূপরেখা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে সংগঠনের সুযোগ ও কর্তৃত্ব বৃদ্ধি করা। একই সঙ্গে এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাস করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা করা।


এই আঞ্চলের বাণিজ্যের বিকাশের জন্য একটি পরিকল্পনা তৈরি করার প্রচেষ্টা এই বৈঠকে থাকবে। এই পরিকল্পনায় বাণিজ্যে বাধা দূর করার ব্যবস্থা করা সহ প্রযুক্তিগত বিধি এবং শুল্ক পদ্ধতি ডিজিটালাইজ করার ব্যবস্থার বিষয় আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)