Vice President Of India Election 2022: 'উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সিদ্ধান্ত হতাশাজনক'
কাউকেই সমর্থন নয়, উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
জ্যোতির্ময় কর্মকার: কাউকেই সমর্থন নয়, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল। 'সিদ্ধান্ত হতাশাজনক', টুইট করলেন বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা।
রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট বেঁধেছিল বিরোধীরা। ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী প্রার্থী হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। তাঁকে বিপুল ভোটে হারিয়ে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী দৌপদী মুর্মু।
আরও পড়ুন: লক্ষাধিক বেতন-সহ একাধিক সুবিধা, দিতে হবে না ট্যাক্স! কী কী সুযোগ পাবেন দ্রৌপদী মুর্মু?
৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কে প্রার্থী হবেন? ১৭ জুন, রবিবার শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসে বিরোধী দলগুলি। সেই বৈঠকে প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভার নাম চূড়ান্ত হয়। তাঁকে সমর্থন করেছে ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা, টিআরএস, আরএলডি, এমনকী বামেরাও।
আরও পড়ুন: President Powers: স্বাধীনতার পরে জন্মানো প্রথম রাষ্ট্রপতি, জেনে নিন কী তাঁর ক্ষমতা
তাহলে তৃণমূল কেন উল্টো পথে হাঁটল? গতকাল, একুশের জুলাইয়ে সমাবেশের পর কালীঘাটে দলের সাংসদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে বিরোধীদের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করা হয়েছে। সেকারণে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দল।
The TMC's decision to abstain from voting in the VP election is disappointing. This isn't the time for 'whataboutery’, ego or anger. This is the time for courage, leadership & unity. I believe, @MamataOfficial , who is the epitome of courage, will stand with the opposition.
— Margaret Alva (@alva_margaret) July 22, 2022
এদিকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে আবার জগদীপ ধনখড়কে প্রার্থী করেছে এনডিএ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যতদিন পর্যন্ত স্থায়ী রাজ্য়পাল নিযুক্ত হচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)। ইতিমধ্যেই শপথও নিয়েছেন তিনি।