নিজস্ব প্রতিবেদন:  ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলির মূর্তি উন্মোচন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই মঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। DDCA-এর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কী বার্তা দিলেন অমিত শাহ,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী বললেন শাহ


* অরুণের মূর্তি উন্মোচন আমার জন্য সৌভাগ্য।
* UPAর শাসনকালে হাঁপিয়ে উঠেছিল দেশ, অস্থিরতার যুগ থেকে মুক্তি পেয়েছে দেশ। 
* শাসক বা বিরোধী শিবির, উনি কখনও ভেদাভেদ করেননি। 
* অর্থনীতিতে নতুন দিশা দেখিয়েছিলেন জেটলি।
* মূর্তি উন্মোচনের জন্য আমায় আমন্ত্রণ জানানো হয়েছে।
* দেশে IPL চালু কররা উদ্যোগ জেটলির। IPL নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন ছিল। আমরা বারবার জেটলিজির সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন
* ক্রীড়া ও রাজনীতিতে সমান আগ্রহ জেটলির
* জেটলি বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন
* জেটলি ভেদাভেদে বিশ্বাস করতেন না। উনি সমসময় সবাইকে নিয়ে চলতে চাইতেন।


উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রয়াত অরুণ জেটলি দীর্ঘদিন দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) সভাপতি ছিলেন। জেটলির মূর্তি বসল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। উদ্যোক্তা, DDCAই। সংবাদ সংস্থা IANS-র সূত্র জানাচ্ছে, জেটলির ওই মূর্তির আবরণ উন্মোচন করবেন অমিত শাহ। অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজেজু, হরদীপ সিংহ পুরী, অনুরাগ ঠাকুর। এই অনুষ্ঠানে যোগ দিতেই সোমবার দিল্লিতে পৌঁছেছেব সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও এই মহুর্তে সৌরভ রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলেই খবর।