ওয়েব ডেস্ক : নোট বাতিলের জেরে সারা দেশে এখন খুচরো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কমে গেছে বিক্রিবাটা। পাড়ার পরিচিত মুদি দোকান থেকে ধারে কেনা হচ্ছে জিনিস। খুচরো অভাবে অনেকেই ভিড় জমিয়েছেন শপিং মলে। কারণ সেখানে কার্ড পেমেন্টের সুবিধা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রধানমন্ত্রী মোদীর নোট বাতিলের এই সিদ্ধান্ত একদিকে যেমন কালো টাকার মালিকদের ঘুম কেড়েছে। তেমনই এই পদক্ষেপের ফলে দেশ ক্যাশলেস ইকোনমির দিকে অনেকটা এগোবে বলে আশাপ্রকাশ করেছিল সরকার। সরকারের এই ভাবনা যে খুব একটা ভুল নয়, তা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই টের পাওয়া গেল। কীরকম? দেশের বেশকিছু জায়গায় খোঁজ মিলল এমন চা-ওয়ালা, পানওয়ালা বা ফুচকাওয়ালাদের যাঁরা রীতিমত কার্ডে দাম নিচ্ছেন বা পেটিএম-এ। দেখুন সেসব ছবি,



 



 



আরও পড়ুন, সরকার কি ৫০ টাকার নোটও বাতিল করে দেবে? জেনে নিন আসল সত্যিটা


জানেন কি, ebay-তে ২০০০ টাকার নোট বিকোচ্ছে ২ লাখে!