Bharat Jodo Yatra: `আমার ভাইকে কিনতে পারবে না`, রাহুলের প্রশংসায় আবেগি বার্তা প্রিয়াঙ্কার
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার দাদা সৎ ও নির্ভীক। সে কাউকে ভয় পায় না। এজেন্সি দিয়ে তাঁকে চুপ করিয়ে দেওয়া যায় না। আম্বানি-আদানিরা বহু রাজনীতিবিদ থেকে সংবাদমাধ্যমকে কিনে নিয়েছেন। কিন্তু ওঁরা আমার দাদাকে কিনতে পারেননি।’
জি ২৪ ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ভারত জোড়ো যাত্রা উত্তর প্রদেশে প্রবেশ করেছে। সেখানেই ধরা পড়ে ভাই-বোনের ভালবাসা। রাহুল প্রিয়াঙ্কার এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। দাদা রাহুল সম্পর্কে আবেগি হয়ে প্রিয়াঙ্কার বক্তব্য, আম্বানি-আদানিরা বহু রাজনীতিবিদ থেকে সংবাদমাধ্যমকে কিনে নিয়েছেন। কিন্তু ওঁরা আমার দাদাকে কিনতে পারেননি। পারবেনও না। আমি ওঁকে নিয়ে গর্বিত। প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার দাদা সৎ ও নির্ভীক। সে কাউকে ভয় পায় না। এজেন্সি দিয়ে তাঁকে চুপ করিয়ে দেওয়া যায় না।’
লোনিতে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানিয়েছেন। যাত্রায় সামিল প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া-তনয়া। সেখানেই প্রিয়াঙ্কা বললেন, ''সরকার ওর ভাবমূর্তি খারাপ করতে ক্ষমতার পূর্ণ শক্তি কাজে লাগিয়েছে। কিন্তু ও সত্য থেকে সরে আসেনি। এজেন্সিকে নামিয়ে দেওয়া হয়েছিল। তাতেও ভয় পায়নি। ও যোদ্ধা। আদানি জি এবং আম্বানি জি নেতাদের কিনে নিয়েছেন। পিএসইউ কিনেছেন, মিডিয়া কিনেছেন, কিন্তু আমার ভাইকে কিনতে পারেননি।''
এদিন সকাল ১০টায় ভারত জোড়ো যাত্রা দিল্লির কাশ্মীর গেটের হনুমান মন্দির থেকে শুরু হয়। গাজিয়াবাদের লোনি সীমান্তে তাদের স্বাগত জানায় উত্তর প্রদেশে কংগ্রেস। মিছিলে এআইসিসি সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, দলের সাংসদ প্রমোদ তিওয়ারি, দিল্লি কংগ্রেসের প্রধান অনিল কুমার চৌধুরী এবং অম্বিকা সোনি এবং অভিষেক দত্তের মতো অন্যান্য কংগ্রেস নেতারা ছিলেন। প্রাক্তন কংগ্রেস সদস্য এবং এখন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও দিল্লি থেকেই রাহুলের সঙ্গে ছিলেন।
এখনও পর্যন্ত ৩০০০ কিলোমিটারের রাস্তা পেরিয়ে এই যাত্রা এখানে এসেছে। রাহুলের নেতৃত্বে আগামী ৬ জানুয়ারি এই যাত্রা হরিয়ানায় ফের ঢুকবে। তারপর ভারত জোড়ো যাত্রা ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে পাঞ্জাবে। ১৯ জানুয়ারি হিমাচল প্রদেশেও যাত্রা চলতে পারে। ২০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরে যাবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।
আরও পড়ুন, Sultanpuri Hit and Run Case: অঞ্জলি নেশা করেছিলেন, দাবি হোটেলের! প্রশ্ন, তাতে কি অপরাধ লঘু হয়ে গেল?