Girls ran over in Greater Noida: নয়ডায় বিটেকের ৩ ছাত্রীকে ধাক্কা মেরে উধাও বেপরোয়া গাড়ি, কোমায় ১ পড়ুয়া
যে গাড়িটি ধাক্কা দিয়েছিল সেটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিস। এর জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরা সবাই বিটেক ফাইনাল ইয়ারের ছাত্রী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষবরণের রাতে সুলতানপুরীতে এক তরুণীকে ১৩ কিলোমিটার টানতে টানতে নিয়ে যায় একটি গাড়ি। ওই ঘটনার একদিন আগেই ৩১ ডিসেম্বর রাত দশটা নাগাদ গ্রেটার নয়ডায় বিটেকের ৩ ছাত্রীকে ধাক্কা মেরে বেরিয়ে যায় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি। ওই ঘটনায় এখন কোমায় চলে গিয়েছেন এক ছাত্রী। অন্য ২ জন গুরুতর আহত। তাদের মাথা ও পায়ে গুরুতর চোট রয়েছে।
আরও পড়ুন-ইতিহাস গড়েও মন খারাপ! কাকে শতরান উৎসর্গ করলেন অভিমন্যু?
ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডার ডেল্টা ১ কলোনিতে। যে গাড়িটি ধাক্কা দিয়েছিল সেটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিস। এর জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরা সবাই বিটেক ফাইনাল ইয়ারের ছাত্রী। ওই ঘটনায় বেটা ২ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরী এলাকা থেকে এক তরুণীকে প্রায় ১৩ কিলোমিটার টানতে টানতে নিয়ে যায় একটি গাড়ি। শেষমেষ যখন ওই গাড়িটি পুলিস আটক করে তখন তরুণীর শরীরে কোনও পোশাক অবশিষ্ট ছিল না। দেহের অধিকাংশ জায়গার মাংস খুবলে বেরিয়ে গিয়েছে।
পুলিস প্রাথমিকভাব মনে করেছিল ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই তরুণীকে। কিন্তু তদন্ত এগোতেই পুরো ঘটনা সামনে আসে। সুলতানপুর পুলিসের দাবি, রবিরার ভোর ৩টে ২৪ নাগাদ একটি ফোন আসে। এক ব্যক্তি বলেন একটি ব্যালেনো গাড়িতে একটি তরুণীকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ওই কলারের ফোনে পাল্টা ফোন করে কুঞ্জাওয়ালা পুলিস জানতে পারে গাড়িটি ধুসর রঙের একটি ব্যালেনো। গাড়ির ব্যাপারে বিস্তারিত জানার পরে এলাকার সব পিসিআর ভ্যানকে তা জানিয়ে দেওয়া হয়। ভোর ৪টে ১১ মিনিটে একটি পিসিআর ভ্যান থেকে এক তরুণীর মৃতদেহ পাওয়ার খবর আসে। কুঞ্জাওয়ালায় আটক করা হয় ওই গাড়িটিকে।
একটি তরুণীর দেহ কয়েক কিলোমিটার ধরে একটি গাড়ি টেনে নিয়ে গেল আর গাড়ির মধ্যে থাকা লোকজন তা টের পেল না? ওই গাড়িতে ছিল ৫ জন। তাদের সবাইকে আটক করা হয়েছে। অভিযুক্তরা জানিয়েছে, গাড়িতে ওই তরুণীর েপাশাক আটকে পড়ার বিষয়টি টেরই পায়নি।