উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট : ৩০০ আসনে জিতবে দল, দাবি মায়াবতীর
উত্তর প্রদেশের হাইভোল্টেজ তৃতীয় দফার ভোট। রাজধানী লখনউ সহ ১২ জেলার ভোটাররা বেছে নিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীদের। মোট ৬৯টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। গত বিধানসভা ভোটে এর ৫৫টিতেই জিতেছিল সমাজবাদী দল।
ওয়েব ডেস্ক : উত্তর প্রদেশের হাইভোল্টেজ তৃতীয় দফার ভোট। রাজধানী লখনউ সহ ১২ জেলার ভোটাররা বেছে নিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীদের। মোট ৬৯টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। গত বিধানসভা ভোটে এর ৫৫টিতেই জিতেছিল সমাজবাদী দল।
এরমধ্যে আছে সমাজবাদী দলের খাস তালুক এটাওয়া, মৈনপুরী আর কনৌজ। লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে ভোটে লড়ছেন মুলায়ম সিং যাদবের ছোট ছেলের বৌ অপর্না। বিপক্ষে কংগ্রেস থেকে বিজেপিতে আসা রীতা বহুগুনা যোশী। আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে যাদব পরিবারের আরেক সদস্য শিবপাল যাদবেরও। তিনি ভোটে লড়ছেন যশবন্ত নগর থেকে।
লখনউতে নিজের ভোটটি দেন বহুজন সমাজবাদী পার্টি নেত্রী মায়াবতী। দাবি করেন, তাঁর দল ৩০০টি আসনে জিতবে।
আরও পড়ুন, পাক সংসদে পাশ হল হিন্দু ম্যারেজ বিল-২০১৭