পাকিস্তানের উপর হামলার দাবি BJP সাংসদের
এবার পাল্টা আঘাত হানার সময় এসেছে। ভারতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তানই। আর তাই তাদের কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে। সংসদে আজ এই দাবিই করেন বিজেপি সাংসদ আর কে সিং।
ওয়েব ডেস্ক : এবার পাল্টা আঘাত হানার সময় এসেছে। ভারতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তানই। আর তাই তাদের কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে। সংসদে আজ এই দাবিই করেন বিজেপি সাংসদ আর কে সিং।
আরও পড়ুন- ISIS স্লোগানের জন্য দ্রুত অবতরণ করল ভারতীয় বিমান
কাশ্মীর প্রসঙ্গ ও পঠানকোট সহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা নিয়ে আজ সংসদে নিজের বক্তব্য রাখেন ভারতের প্রাক্তন বিদেশসচিব। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে কোনও লাভ নেই। কথা হওয়ার পরও তারা বার বার সেই আলোচনার বিরুদ্ধে কাজ করেছে। তাই এখন পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে। প্রত্যাঘাতের রাস্তা খুঁজতে হবে ভারতকে। আরও বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদের জন্ম হয়। আর এরপরই সেই সন্ত্রাসবাদীদের ভারতে পাঠিয়ে হামলা চালায় তারা।