ওয়েব ডেস্ক : পদত্যাগ করুন মোদী-হাসিনা! হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলনে হঠাতেই এমন ঘোষণা! অবাক হলেন? তবে আপনি যা ভাবছেন তা নয়। পুরোটাই শব্দ চয়নের ভুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ''তিস্তা চুক্তি হবেই!'' ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি স্বাক্ষরের পর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর


ডায়াসে তখন মোদী, হাসিনা। পর পর ২২টি চুক্তি সাক্ষর হয়েছে দু'দেশের মধ্যে। পরের অনুষ্ঠান বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশ। তার জন্য ডায়াস থেরে নিচে নামতে হবে দুই রাষ্ট্র নেতাকে। আর সেখানেই ভুলটা করে বসলেন ঘোষক আধিকারিক। বলে ফেললেন ''প্লিজ স্টেপ ডাউন...'' যার আবিধানিক অর্থ ''পদত্যাগ করুন নিজের পদ থেকে''। ভুলটা বুঝেছেন দুই প্রধানমন্ত্রীই। আর গুরুগম্ভীর অনুষ্ঠানে তখন হাসির রোল। ভুল শুধরে নেন ঘোষকও।