ওয়েব ডেস্ক: অনেকেই খাওয়া-দাওয়ার পর পান খেতে পছন্দ করেন। আবার অনেকে পান খেতে এত পছন্দ করেন যে, পান খাওয়ার কোনও সময়ই নেই তাঁদের। এই গজরাজেরও তেমনটাই। খাওয়া দাওয়ার পর এই গজরাজ মহাশয়ের পান না হলে চলে না। তবে অন্য কেউ পান নিয়ে এসে দিলে চলবে না। নিজে গিয়ে একটি বিশেষ দোকান থেকে রোজ খাওয়া-দাওয়ার পর পান খেয়ে আসেন গজরাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গজরাজের পান খাওয়ার ভিডিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মধ্যপ্রদেশের এই গজরাজ রোজ খাওয়া-দাওয়ার পর একটি বিশেষ দোকানে চলে আসেন। তাঁর জন্য দোকানে বিশেষ পান বানানো থাকে। দেখে নিন ভিডিওটি।