ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে হামলা চালাতে পারে আইসিস। সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সাতষট্টিতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। দুমাস আগে প্যারিসে আইসিস হামলায় ১৩০জনের মৃত্যু হয়। সেই দেশের প্রেসিডেন্টই যেহেতু প্রধান অতিথি, তাই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে নিশানা করতে পারে আইসিস।


গোয়েন্দা সূত্রে এমন সতর্কতা আসার পরেই জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশের তেরোটি রাজ্য থেকে শীর্ষ পুলিস কর্তারা ওই বৈঠকে অংশ নেন। আইসিস হামলা হলে কীভাবে তার মোকাবিলা হবে, তার রূপরেখা নিয়েও আলোচনা হয়। নিরাপত্তা বাড়াতে প্রতি ট্যাবলোর সঙ্গে দুজন করে BSF জওয়ান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।