জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি থেকে এবার পাটনা পর্যন্ত বন্দে ভারতে সফর করতে পারবেন যাত্রীরা। উত্সবের সময়ে একগুচ্ছ স্পেশাল ট্রেনের উদ্বোধন করেছে রেল। দীপাবলি ও ছট পুজো ওইসব ট্রেনে দ্রুত ঘরে ফিরতে পারবেন যাত্রীরা। ওইসব ট্রেনের মধ্যে রয়েছে দিল্লি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি পাড়ি দিচ্ছে ৯৯৪ কিলোমিটার পথ।  সময় লাগছে ১১.৫ ঘণ্টা। ট্রেনটি চালু হবে ৩০ অক্টোবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সেতু এবং রাস্তার পরে প্যাংগংয়ের তীরে এবার বাড়িও বানিয়ে ফেলল চিন! বাড়ছে উদ্বেগ...


এতদিন পর্যন্ত বন্দে ভারতের সর্বাধিক দূরত্বের রুট ছিল দিল্লি-বারাণসী। দূরত্ব ছিল ৭৭১ কিলোমিটার। সময় লাগত ৮ ঘণ্টা। এবার সেই দিল্লি-বারাণসী বন্দে ভারতকেও পার করল দিল্লি-পাটনা বন্দে ভারত। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দিল্লি-বারাণসী বন্দে ভারতের যাত্রার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


একসময় শতাব্দী এক্সপ্রেস যে পথে চলত সেই রুটেই চলে বন্দে ভারত। ওইসব বন্দে ভারতে মূলত বসেই সফর করা যায়। শোয়ার ব্য়বস্থা নেই। তবে বন্দে ভারতের স্লিপার ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। দিল্লি-পাটনা বন্দে ভারতের ভাড়া করা হয়েছে ২,৫৭৫ টাকা। এসি একজিকিউটিভ ক্লাসের ভাড়া ৪,৬৫৫ টাকা। এরসঙ্গে রয়েছে খাবার ব্যবস্থা।


দিল্লি থেকে বন্দে ভারত ছাড়বে সকাল ৮টা ২৫ মিনিটে। পাটনায় পৌঁংছবে সন্ধে ৮.৩০ মিনিটে। পরদিন সকাল সাড়ে সাতটায় পাটনা ছাড়বে। দিল্লি পৌঁছবে সন্ধে ৭টা ৩৫ মিনিটে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)