নিজস্ব প্রতিবেদন: দশমী উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের  বক্তব্যকে ঘিরে পরোক্ষভাবে বাকবিতন্ডায় জড়ালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এবং রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। হিন্দুত্ব নিয়ে এদিন একাধিক মন্তব্য রাখেন মোহন ভাগবত। হিন্দুত্বের প্রশ্নে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির বিরুদ্ধে সরব হন উদ্ভব ঠাকরে। একের পর এক তির ছুড়লেন তার দিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভগৎ সিংহ কোশিয়ারি এক বক্তৃতায় বলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবতের দেওয়া হিন্দুত্বের সংজ্ঞাকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। সেই মন্তব্যের পাল্টা প্রশ্ন করেন উদ্ধব ‘‘করোনা পরিস্থিতিতে রাজ্যে মন্দিরগুলি খুলে না-দেওয়ায়, আমাদের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অথচ এ রাজ্যে গোমাংস বন্ধ করার চেষ্টা চলছে আর গোয়ায় তা অবাধ! এই আপনাদের হিন্দুত্ব!’’


ভাগবত এ দিন বলেছেন, হিন্দুত্ব আর পূজা অর্চনা এক নয়। এই সূত্র ধরে উদ্ধব বলেন , “যাঁরা ওঁকে অনুসরণ করেন ও কালো টুপি পরেন, তাঁদের টুপির নীচে মগজ থেকে থাকলে, ওঁর আজকের বক্তৃতাটা শুনুন।”