ওয়েব ডেস্ক : অ্যামাজনে ফোন অর্ডার করেছিলেন। কিন্তু ডেলিভারি আসার পর প্যাকিং খুলতেই চক্ষু চড়কগাছ। ফোনের বাক্সে সাবান। ফোনের বদলে ডেলিভারি এসেছে ডিটারজেন্ট বার। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিল্লির বাসিন্দা চিরাগ ধবন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিরাগ জানিয়েছেন, ৭ সেপ্টেম্বর অ্যামাজনে একটি ওয়ান প্লাস ৫ স্মার্টফোন বুক করেন তিনি। তিন দিন পর ১০ তারিখে ডেলিভারি আসে। প্যাকিং খুলতে দেখা যায় বাক্সের ভিতরে ফোনের বদলে রয়েছে ৩ প্যাকেট ফেনা ডিটারডেন্ট বার। এরপর তিনি কাস্টমার কেয়ারে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু সেখান থেকেও কোনও সদুত্তর পাননি বলে অভিযোগ।



এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি পোস্ট করতেই তা ভাইরাল। ছড়িয়ে পড়েছে "ফেনা হি লেনা" জোকসও। কদিন আগে ফ্লিপকার্টেও এরকমই একটি ঘটনা ঘটে। হায়দরাবাদের এক যুবক অনলাইনে ডিএসএলআর ক্যামেরা অর্ডার করেছিলেন। ডেলিভারি আসার পর, প্যাকিং খুলতেই দেখা গেল প্যাকেটের ভিতর রয়েছে খেলনা ক্যামেরা ও পাথর।


আরও পড়ুন, কেমন দেখতে হচ্ছে নতুন ১০০ টাকার কয়েন? জেনে নিন