কেমন দেখতে হচ্ছে নতুন ১০০ টাকার কয়েন? জেনে নিন

Updated By: Sep 13, 2017, 01:39 PM IST
কেমন দেখতে হচ্ছে নতুন ১০০ টাকার কয়েন? জেনে নিন

ওয়েব ডেস্ক : ২০০ টাকার  নোটের পর এবার ১০০ টাকার কয়েন। বাজারে আসছে নতুন ১০০ টাকার কয়েন। কেমন দেখতে হচ্ছে নয়া এই কয়েনকে?

নতুন ১০০ টাকার কয়েনের ব্যাস বা ডায়ামিটার হচ্ছে ৪৪ মিলিমিটার। নতুন ১০০ টাকার কয়েন তৈরি হচ্ছে ৫০ শতাংশ সিলভার, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক দিয়ে। ওজনে নতুন ১০০ টাকার কয়েন হবে ৩৫ গ্রাম।

১০০ টাকার কয়েনের সামনের দিকের ঠিক মাঝখানে থাকবে অশোকচক্র। তার নীচেই দেবনাগরী হরফে লেখা থাকবে 'সত্যমেব জয়তে'। একইসঙ্গে রুপি প্রতীকের সঙ্গে লেখা থাকবে কয়েনের মূল্য '১০০'ও। উল্টোদিকের মাঝখানে থাকবে ডক্টর এম জি রামচন্দ্রনের ছবি। তাঁর জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতেই নিয়ে আসা হচ্ছে এই নয়া কয়েন।

একইসঙ্গে নতুন ৫ টাকার কয়েনও আসছে। নতুন ৫ টাকার কয়েন ওজনে হবে ৬ গ্রাম। ব্যাস হবে ২৩ মিলিমিটার। ৭৫ ভাগ তামা, ২০ ভাগ জিঙ্ক ও ৫ ভাগ নিকেল দিয়ে তৈরি হবে ৫ টাকার নয়া কয়েন। তবে নতুন কয়েনের পাশাপাশি চালু থাকবে পুরনো কয়েনও।

আরও পড়ুন, বাজারে আসছে নতুন ১০০ টাকার কয়েন, ভোল বদলাচ্ছে ৫ এবং ১০-ও

.