জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে করার মূল্য দিতে হবে রাজ্যের বহু পুরুষকে। আগামী ৫-৬ মাসের মধ্য়েই রাজ্যের হাজার হাজার মহিলার স্বামীর স্থান হবে জেলে। শনিবার এক অনুষ্ঠানে এমনটাই হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'আমি দুটো জিনিস করতাম', ছবি বিতর্কে হিরণকে কী পরামর্শ অভিষেকের?


অপরিণত বয়সে বিয়ে ও মাতৃত্ব রুখতে কড়া আইন আনার কথা ঘোষণা করেছে অসম সরকার। যারা অপ্রাপ্তবস্ক মেয়েদের বিয়ে করবেন সেইসব পুরুষদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্বশর্মার সরকার। যেসব পুরুষ ১৪-১৮ মধ্যে মেয়েদের বিয়ে করবে তাদের বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নেওয়া হবে। সোমবার এই মর্মে সিদ্ধান্ত হয়েছে অসম মন্ত্রিসভায়।


শনিবার এক অনুষ্ঠানে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, আগামী ৫-৬ মাসে রাজ্যের কয়েক হাজার মহিলার স্বামী গ্রেফতার হবেন কারণ তারা ১৪ বছরের নীচে কোনও কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা অপরাধ। স্বামী-স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেই আই আইন বলবত হবে।


দেশে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর। কিন্তু ভারতের মতো দেশে এখনও হাজার হাজার মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। সেই বিয়ের পেছনে অনেক কারণই থাকতে পারে। অসম সরকারের বক্তব্য, এসব চলবে না। যেসব পুরুষ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে করবে তাদের জেল হবে। 
 
মেয়েদের মা হওয়ার বয়স ঠিক কত? সেই বয়সসীমাও বাতলে দিয়েছেন বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীর মতে সেই বয়স ২২ থেকে ৩০ বছর। বিশ্বশর্মা বলেন, অনেক মহিলা মা হওয়ার জন্য অনেকদিন পর্য়ন্ত অপেক্ষা করেন। এটা ঠিক নয়। সবকিচুর একটা সময় রয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)