ওয়েব ডেস্ক : যে কোনও সময় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠতে পারে ভারত, বাংলাদেশ। রিখটার স্কেলে যার মাত্রা হতে পারে ৯.০!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভূ-তাত্ত্বিক এক সমীক্ষায় উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। বিশেষজ্ঞদের ভাষায়, এত বড় মাপের ভূমিকম্পে গোটা পূর্ব ভারত 'ধ্বংসস্তূপে' পরিণত হবে। ছাড় পাবে না বাংলাদেশও। বিশেষ করে শহুরে এলাকায় এই ভূমিকম্পের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। নেচার জার্নাল জিওসায়েন্সে সম্প্রতি সমীক্ষাটি প্রকাশিত হয়েছে।


২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প ও তার থেকে তৈরি ভূমিকম্পে ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। ভয়াবহ সেই সুনামিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারতের পূর্ব উপকূল। এরপর ২০১৫-তে নেপাল ভূমিকম্পের সময় উত্তরবঙ্গেও তার আঁচ এসে লাগে।