ওয়েব ডেস্ক : ভারতে এই প্রথম জিকা ভাইরাস ধরা পড়ল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র তরফে এমনটাই জানানো হয়েছে। গুজরাতের আহমেদাবাদে ৩ জনের রক্তে ধরা পড়েছে মশা বাহিত এই রোগের লক্ষণ। আক্রান্ত ৩ জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন বলে জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ধোঁয়াশা কাটিয়ে সম্ভবত ২৮-মে CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট ঘোষণা!


গত এক বছর ফেব্রুয়ারি মাসে ভারতে প্রথম জিকা ভাইরাস সন্দেহে একজনকে ভর্তি করা হয়। এরপর দ্বিতীয় কেসটি ধরা পড়ে নভেম্বরে। আর তৃতীয় কেসটি ধরা পড়ে এবছর জানুয়ারিতে। এরপরই স্বাস্থ্যমন্ত্রকের তরফে WHO-তে রিপোর্ট পাঠানো হয়। সেখানে পরীক্ষার পরই ধরা পড়ে আহমেদাবাদের বাপুনগরের এই তিন বাসিন্দার দেহে রয়েছে জিকা ভাইরাস। তবে, এই মুহূর্তে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।