ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে তুষার ধসে নিখোঁজ ৩ সেনা। উপত্যকার বাল্টিক সেক্টর ২ এলাকায় সেনা আউট পোস্টে তুষার ধসের হাত থেকে ২ সেনাকে উদ্ধার করা গেলেও ৩ জন এখনও নিখোঁজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরদার্ন কম্যান্ডের সরকারি টুইট্যার হ্যান্ডেলেও এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।


 




এদিকে, নয়টি গুলি খাওয়ার পরেও জীবনে ফিরেছেন সিআরপিএফ জওয়ান চেতন চেতা।  দু মাস আগে জম্মু কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হন সিআরপিএফ কমান্ডান্ট চেতন চেতা। এরপরই কোমায় চলে গিয়েছিলেন তিনি। কাল এইমস ট্রমা সেন্টারে তাঁকে দেখতে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। মন্ত্রীকে মৃত্যঞ্জয়ী জওয়ান জানান, কাজে যোগ দেওয়ার জন্য তিনি সম্পূর্ণ সুস্থ। (আরও পড়ুন- গরু কাটা ও গোমাংস খাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি শিয়া বোর্ডের)