নিজস্ব প্রতিবেদন: উত্তরভারতে প্রায়ই শোনা যায় খেলতে খেলতে গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছে শিশু। এবার মুম্বইয়ের শহরতলি গোরেগাঁওয়ের আম্বদকরনগরে একটি নর্দমায় পড়ে গেল বছর তিনের শিশু। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে লিস নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামে


বুধবার সাড়ে দশটা নাগাদ রাস্তার পাশে একটি ইলেকট্রিক বক্সের পাশে ঘোরাফেরা করছিল শিশুটি। ওই বক্স থেকে রাস্তার দিকে এগিয়ে গিয়েও ফিরে আসে শিশুটি। বক্সটির পাশেই ছিল খোলা নর্দমা। বৃষ্টি হওয়ার ফলে সেটি ডুবেছিল জলে। হাঁটতে হাঁটতে শিশুটির পা পড়ে যায় ওই খোলা নর্দমায়। কয়েক মুহূর্তে তলিয়ে যায় সে।




ঘটনার খবর আসতেই শিশুটিকে উদ্ধারে নেমে পড়ে পুলিস ও দমকল। ঘটনাস্থলে রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সও। বৃহস্পতিবার সকাল পর্যন্তও শিশুটির কোনও খবর নেই।



আরও পড়ুন-মার্কিন সফরে হোয়াইট হাউসেই থাকবেন ইমরান


টানা বৃষ্টিতে নাজেহাল মুম্বই ও তার আসপাশের এলাকা। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় এখনও জল দাঁড়িয়ে রয়েছে। জল জমেছে বাণিজ্য নগরীর আসপাশের এলাকাতেও। এর মধ্যেই এই দুর্ঘটনা।