প্রবীর চক্রবর্তী: রাত পোহালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রো়ড-শো। ত্রিপুরায় 'আক্রান্ত' তৃণমূল। হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে। আগরতলার জিবি বাজারে এলাকায় দলীয় সভায় ধুন্ধুমারকাণ্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফের ভোট ত্রিপুরায়। ২৩ জুন উপনির্বাচন হবে ৪ কেন্দ্রে। ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছেন BJP। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী (Chief Minister) মানিক সাহা। ৪ কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বামেরাও।


আরও পড়ুন: Rahul Gandhi: ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, রাত ১০টায় ইডি দফতর ছাড়লেন রাহুল, মঙ্গলে ফের তলব!


এদিকে উপনির্বাচনের প্রচারে আগামিকাল, মঙ্গলবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনের সফর। আগামিকালই দুপুর ১২ টায় আগরতলায় রোড-শো করবেন তিনি। বিকেলে দিল্লি উড়ে যাবেন। এদিন সন্ধ্যায় আগরতলার GB বাজার এলাকায় একটি সভা চলছিল। মঞ্চে উপস্থিতি ছিলেন কুণাল ঘোষ, এ রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি- সহ আরও অনেকে। তৃণমূলের অভিযোগ, সভাস্থলের পাশ দিয়ে মিছিল করে যাচ্ছিল বিজেপি কর্মীরা। সেই মিছিল থেকে সভাস্থল লক্ষ্য করে ইঁট বৃষ্টি করা হয়। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)