Delhi Assembly Election 2025 | Mamata Banerjee: বিধানসভা ভোটে আপকে নিঃশর্ত সমর্থন তৃণমূলের, দিদির কাছে `কৃতজ্ঞ` কেজরিওয়াল...
Delhi Assembly Election 2025 | Mamata Banerjee: আর বেশি দেরি নেই। আগামী মাসেই এক দফাতেই বিধানসভা ভোট হবে। কবে? ৫ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটে চাপ আরও বাড়ল কংগ্রেসের। সমাজবাদী পার্টির এবার আপকে সমর্থনের কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেসও। সূত্রের খবর, রাজধানীতে কোনও আসনে প্রার্থী নয়, বরং আপ আদমি পার্টির হয়েই প্রচার করবে এ রাজ্যের শাসকদল। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন: Theif Steat Kiss: জিনিসপত্র না পেয়ে হতাশ! গৃহিণীকে চুমু দিয়ে পালাল চোর...
আর বেশি দেরি নেই। আগামী মাসেই এক দফাতেই বিধানসভা ভোট হবে। কবে? ৫ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ২০১৫ ও ২০২০ সালে ভোটে জিতেছিল আপ। এবার কী হবে? নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে একলা চলার নীতি ঘোষণা করেছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে ৭০ আসনের দিল্লি বিধানসভায় যখন ২৯ আসনে প্রার্থী ঘোষণা বিজেপি, তখন সবকটি আসনেই লড়ছে বিরোধী জোটের শরিক কংগ্রেসও। কিন্তু কংগ্রেসকে নয়, 'স্থানীয় দল' সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, যা অত্যন্ত তাত্পর্যপূর্ণ। ২০১৪ লোকসভা ভোটে শেষবার দিল্লিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল। কিন্তু সেবার তেমন সাফল্য আসেনি। এর আগে সমাজবাদী পার্টিও আপকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা করেছে।
আগামী ১০ জানুয়ারি দিল্লিতে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। পরের দিন স্ক্রুটিনি। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এবার দিল্লিতে ভোট দেবেন ১.৫ কোটি ভোটদাতা। এরমধ্যে ৮৩ লাখ পুরুষ ও ৭০ লাখ মহিলা ভোটার।
আরও পড়ুন: Gurugram: ভয়ংকর! কর্মক্ষেত্রে বারবার সমালোচনা! রেগে গিয়ে অফিসেই সহকর্মীকে খুন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)