ওয়েব ডেস্ক: বাদল অধিবেশনের শুরুর দিনই সংসদ ভবনের বাইরে ধরনায় বসলেন তৃণমূল সাংসদরা। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে অল আউট অ্যাটাতের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেইমত অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মূল্যবৃদ্ধি থেকে বেকারি। সব ইস্যুতেই মোদী সরকারকে চাপে ফেলতে মরিয়া তারা।  মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে সংসদে।


প্রসঙ্গত, আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কাশ্মীর থেকে অরুণাচল, সংসদের অন্দরে কেন্দ্রকে তুলোধোনা করতে কোমর বেধে নেমেছে বিরোধীরা। তবে এই অধিবেশনে  GST বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। সেক্ষেত্রে আজও অধিবেশন শুরুর আগে বিরোধীদের সহযোগিতার আর্জি  জানিয়েছিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।