নিজস্ব প্রতিবেদন: এবার রাজ্যসভায় বিজেপির পাশে দাঁড়াল তৃণমূল। সোমবার রাজ্যসভায় জম্মু - কাশ্মীর সংরক্ষণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিলকে সমর্থন জানিয়েছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকার বাসিন্দারা ৩ শতাংশ সংরক্ষণ পান। সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে যাঁদের বাস তাঁরা চাকরি ও শিক্ষায় এই সংরক্ষণ পেয়ে থাকেন। ক্ষমতায় ফেরার আগেই সেই সরক্ষণে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকাকেও অন্তর্ভুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সোমবার রাজ্যসভায় সেই বিলটি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে বিলটি। 


টলিপাড়ার দখল থাকবে কার দখলে, তা নিয়ে শুরু হল BJP - RSS-এর ঢিসুম ঢিসুম


কেন্দ্রের দাবি, নিয়ন্ত্রণরেখার মতো জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদেরও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। প্রায়শই সীমান্তের ওপার থেকে উড়ে আসে পাকিস্তানি গোলা। তাই তাঁদেরও সংরক্ষণ পাওয়া উচিত। 


এদিন কেন্দ্রের প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, দেশবাসীর কল্যাণের কথা ভেবে এই বিলকে সমর্থন করবে তৃণমূল।