নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশনের জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের বাসভবনেই তাঁর মৃত্যু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টি এন সেশন ছিলেন ভারতের দশম প্রধান নির্বাচন কমিশনার। ১২ ডিসেম্বর, ১৯৯০ সাল থেকে ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলেছেন তিনি।


১৯৩২ সালে কেরলের তিরুনেল্লাইয়ে জন্মগ্রহণ করেন টিএন সেশন। পদার্থবিদ্যায় স্নাতক হয়ে মাদ্রাজ খ্রিস্টান কলেজে বছর তিনেক অধ্যাপনাও করেন তিনি। এর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।