ওয়েব ডেস্ক: এমনই এক বর্ষার দিনে তাঁর বিদায় যাত্রা হয়েছিল। বর্ষণ মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল তাঁর দিন রাত্রির কাব্য রচনা। বিদায় নিয়েছিলেন আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ বার্ষিকী। ১৩৪৮ সালের এই দিনেই তাঁর প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিল কবির জীবনপ্রদীপ।


বর্ষাই ছিল কবির সবচেয়ে প্রিয় ঋতু। কবি স্মরণে আজ সকাল থেকেই তাই বিশ্বভারতী বৈতালিকে পড়ুয়া এবং শিক্ষকরা সমবেতভাবে গানে কবিতায় কবিগুরুকে স্মরণ করেন। রবীন্দ্রভবনেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিস্মরণে দিনভোরই নানাবিধ কর্মসূচি রয়েছে বিশ্বভারতী আশ্রমে।