ওয়েব ডেস্ক : আপনার কাছে কি এখনও পুরনো বাতিল হয়ে যাওয়া ৫০০, ১০০০ টাকার নোট রয়েছে? তাহলে মাথায় রাখুন, আপনার হাতে কিন্তু রয়েছে শুধু আজকের দিনটাই। শুধুমাত্র আজকের মধ্যেই আপনি বাড়ির বিদ্যুত্ ও জলের বিল মেটাতে পারবেন বাতিল ৫০০, ১০০০ টাকার নোটে। এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে মিলবে এই সুবিধা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন কোন ক্ষেত্রে মিলবে এই সুবিধা?
- সরকারি হাসপাতাল
- সরকারি ও বেসরকারি ওষুধের দোকান, চিকিত্সকের প্রেসক্রিপশন দেখিয়ে
- রেল ও মেট্রো টিকিট কাউন্টার
- রেলওয়ে ক্যাটারিং
- এয়ারপোর্ট টিকিট কাউন্টার
- হাইওয়ে ও রোড টোল
-পেট্রোল পাম্প
- LPG গ্যাস সিলিন্ডার
- বিদ্যুতের বিল
- জলের বিল
- কেন্দ্রীয় ভান্ডারের মত কনজিউমার কোঅপারেটিভ স্টোর, সচিত্র পরিচয়পত্র দেখিয়ে
- মিল্ক বুথ
- শ্মশান ও কবরস্থান
- ASI মনুমেন্টে প্রবেশ টিকিট


৮ নভেম্বর রাতে মোদী নোট বাতিল ঘোষণার সঙ্গেই জানিয়েছিলেন, বাতিল নোট দেশবাসী সরকারি হাসপাতালে, রেল টিকিট কাউন্টারে, জন পরিবহন, বিমানের টিকিট কাটা, মিল্ক বুথ, শ্মশানে ও পেট্রোল পাম্পে ৭২ ঘণ্টার জন্য ব্যবহার করতে পারবেন। পরে সেই সময়সীমা আরও বাড়ানো হয়। সেইসঙ্গে বাড়ানো হয় সেক্টর সংখ্যাও। তবে কাল রাতে নতুন করে সময়সীমা বাড়ানোর কথা সরকারের তরফে আর ঘোষণা করা হয়নি।


জানেন, ২ সপ্তাহে জমা ২০ কোটি কালো টাকা!