ওয়েব ডেস্ক : সাপকে কে না ভয় পায়? সাপকে ভয় পায় সবাই। কিন্তু, এই ভিডিও দেখলে আপনারও চক্ষু চড়কগাছ হয়ে যাবে। বাপরে! কী দস্যি ছেলেরে বাবা! বয়স মেরেকেটে ২ বছর কি ৩ বছর, এই বয়সে বাচ্চারা একটুআধটু দুষ্টুমি করবে। সেটাই স্বাভাবিক। কিন্তু, তাই বলে বিষাক্ত সাপের সঙ্গে খেলা? এমনই ঘটল দিল্লিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে মনে হবে যেন খেলনা সাপ। তাকে হাতে ধরে ঘুরিয়ে পেঁচিয়ে, আছড়ে মাটিতে ফেলছে একরত্তি। চোখমুখে ভয়ের লেশমাত্র নেই। এমনই ডাকাবুকো সে। এমনকী ভিডিওয় দেখা যাচ্ছে, শিশুটি চেষ্টা করছে সাপটির মাথাটি ধরারও। তবে, ওই শিশুর কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল।


দেখুন সেই ভিডিওটি-