নিজস্ব প্রতিবেদন: গত সোমবার থেকেই দফায় দফায় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু, কাশ্মীরের উপত্যকা এলাকা। শনিবার সকাল থেকেই বারামুলার বনিয়ারের বুজথালান এলাকায় সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হয়। জথালানের বিভিন্ন জায়গায় জইশ জঙ্গিরা লুকিয়ে রয়েছে, খবর পেয়ে সেনা, সিআরপিএফ ও রাজ্য পুলিশ একত্রে অভিযান চালায়। দিনভর চিরুনি তল্লাশি চলতে থাকে, চলে ব্যাপক গুলির লড়াই। সেনা সূত্রে দাবি করা হয়েছে, গুলিতে খতম হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার লুকমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিপজ্জনক ভারত-চিন সীমান্তে টহলদারিতে মহিলা অফিসার, নজির সৃষ্টি করলেন ক্যাপ্টেন কল্পনা কুণ্ডু


সেনা সূত্রের দাবি, উত্তর কাশ্মীরে জইশ-ই-মহম্মদের শীর্ষ কম্যান্ডারের দায়িত্বে ছিল এই লুকমান। উত্তর কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গি প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল সে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ হামলার পর থেকেই জম্মু, কাশ্মীরের বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে সেনা ও এনআইএ। মে মাসে আর এক জইশ কম্যান্ডার খালিদকে খতম করে ভারতীয় সেনা জওয়ানরা। এ বার খতম হল লুকমানও।