নজিরবিহীন! `সুপ্রিম বিচারের নিরপেক্ষতা` নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিচারপতিরা
দেশের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার কথা তাঁরা ভাবছেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে চার বিচারপতি বলেন, এই মুহূর্তে তাঁরা তেমন কিছু ভাবছেন না। গোটা বিষয়টি বিবেচনার জন্য দেশবাসীর ওপর ছেড়েছেন তাঁরা।
ওয়েব ডেস্ক : দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের চার প্রবীণতম বিচারপতি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তাঁরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। কয়েক মাস আগে এই নিয়ে দেশের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপিও জমা দেন। যদিও, তাঁদের দাবি মানতে নারাজ প্রধান বিচারপতি দীপক মিশ্র।
শুক্রবার সকালে এক সাংবাদিক বৈঠকে বসেন বিচারপতি জে চেমালেশ্বর, বিচারপতি কুরিুয়ান জোশেফ, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন লকুর। সেখানে নিজেদের অভিযোগ স্পষ্ট ভাবে না জানালেও তাঁরা বলেন, বর্তমান বিচার ব্যবস্থায় অনেক ফাঁক রয়েছে। তার সঙ্গে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
বিচারপতি জে চেমালেশ্বর বলেন, ''আমরা অনেকদিন ধরেই মনে করছি আমাদের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। তাই বিষয়টি নিয়ে দেশবাসীকে অবগত করা প্রয়োজনীয় মনে করছি আমরা।''
দেশের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার কথা তাঁরা ভাবছেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে চার বিচারপতি বলেন, এই মুহূর্তে তাঁরা তেমন কিছু ভাবছেন না। গোটা বিষয়টি বিবেচনার জন্য দেশবাসীর ওপর ছেড়েছেন তাঁরা।