তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই
ওয়েব ডেস্ক: প্রবল বর্ষণে জল থই থই মুম্বই। সপ্তাহে দ্বিতীয় বার এমন ভারী বৃষ্টিতে দেশের অর্থনৈতিক রাজধানীর জনজীবন কার্যত অবরুদ্ধ। নিচু এলাকা-সহ রেলপথ, সড়কপথ জলের তলায় মুখ ঢেকেছে। রীতিমতো বিপর্যস্ত বিমান পরিষেবাও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চরম খারাপ পরিস্থিতি পেরিয়ে আসা গেছে। মহারাষ্ট্রের এক আবহাওয়া আধিকারিক জানিয়েছেন, "অতিভারী বৃষ্টির সতর্কতা আমরা ইতিমধ্যে তুলে নিয়েছি। কিন্তু আগামী ৪৮ ঘণ্টায় শহর ও মফঃস্বলে বৃষ্টিপাত হবে"। প্রসঙ্গত, এর আগে মুম্বাইয়ে বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হওয়ার পাশাপাশি বহুবার বড় বাড়ি ভেঙে পড়তে দেখা গেছে। এবারের এই বৃষ্টিতে এখনও তেমন কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।