নিজস্ব প্রতিবেদন: সোপিয়ানে গুলির লড়াইয়ে তিন জঙ্গিকে নিকেষ করেছে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াই এখনও চলছে। এমনটাই খবর মিলেছে পুলিস মারফত। টহলদারিতে ছিল সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ দল. তখনই গুলির লড়াই বাঁধে জঙ্গিদের সঙ্গে। তখনই তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনীর এই যৌথ দল।
আজ সকাল থেকেই সোপিয়ানে জঙ্গি উপস্থিতি সংক্রান্ত খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু হয়। আর তখনই এই সংঘর্ষ। এমনটাই জানিয়েছেন এখ পুলিস অফিসার। রবিবার ও সোমবার মিলিয়ে মোট ৯ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করেছিল নিরাপত্ত বাহিনী। সেই তালিকাতেই যুক্ত হলো আরও তিনটি নাম। আজ নিয়ে সোপিয়ানে চার দিনে তিন বার এনকাউন্টার হলো। এবং রবি ও সোম ও মঙ্গলবার মিলিয়ে মোট ১২ জঙ্গিকে শেষ করল নিরাপত্তা বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জুলাইয়ে বাদল অধিবেশন, ‘ভার্চুয়াল পার্লামেন্টের’ পথে হাঁটবে দেশ?


লকডাউনের শুরু থেকে বারবারই উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। কয়েক দিন আগেই হিজবুলের বড় মাথা নাইকুকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। তারপর জইশ ই মহম্মদের "ফৌজি ভাইকে।" সেনা বড়সড় সাফল্য পেলেও প্রায় রোজই সংঘর্ষের খবর মিলছে উপত্যকা থেকে।