নিজস্ব প্রতিবেদন : কেবল টিভিতে অতিরিক্ত টাকা দিয়েই দেখতে হবে পছন্দের চ্যানেল। TRAI এর এই নির্দেশিকার জেরে কেবল টিভি, ডিটিএইচের নতুন নিয়মে নাজেহাল মানুষজন। বহু জায়গায় টিভি স্ক্রিন অন্ধকার। পরিস্থিতি সামাল দিতে আরও একধাপ পিছিয়ে গেল TRAI। পছন্দের চ্যানেল বাছাই করার ক্ষেত্রে তাই সময়সীমা বেড়ে দাঁড়াল ৩১ মার্চ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - রাফাল বাদ দিয়েই সংসদে পেশ হল ক্যাগ রিপোর্ট, বিরোধীদের দাপটে উত্তাল লোকসভা


ইতিমধ্যেই চ্যানেল পিছু গ্রাহকদের কত টাকা দিতে হবে তার তালিকা প্রকাশ করেছে ট্রাই। ১৩০ টাকা প্রতি মাসের বেস প্যাক (এর সঙ্গে ১৮% GST) আর বাকি গ্রাহকের পছন্দ মতো পে-চ্যানেলগুলির মোট দর। নতুন নিয়মের ফলে দর্শকরা শুধুমাত্র তাঁর পছন্দের চ্যানেল দেখবেন এবং তার জন্যই পয়সা দিতে হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকার বিরুদ্ধে মমাল গড়িয়েছে আদালতে। নতুন নিয়মে বিপাকে পড়েছিলেন কেবল টিভির দর্শকরা। বহু জায়গাতেই টিভি স্ক্রিনই কালো হয়ে গিয়েছে। সমস্যা মেটাতে পদক্ষেপ TRAI-এর। তবে টিভির দর্শকদের জন্য এবার সুখবর। পছন্দের চ্যানেল বাছাই করতে সময়সীমা বাড়াল TRAI। আগামী ৩১ মাৰ্চ পর্যন্ত গ্রাহকরা তাঁদের পছন্দের টিভি চ্যানেল বেছে নেওয়ার সময় পাবেন বলে জানিয়ে দিয়েছে দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া। আপাতত পুরোনো নিয়মেই কেবল এবং ডিটিএইচ পরিষেবা পাবেন দর্শকরা।