নিজস্ব প্রতিবেদন: এসি কামরায় নিশ্চিন্তে যাত্রা করছিলেন যাত্রীরা। বাঙ্কে উঠে ঘুমিয়েও পড়েছিলেন কেউ কেউ। হঠাত্ই প্রবল জলোচ্ছ্বাসের আওয়াজ। ট্রেনের এসির ভেন্ট থেকেই তুমুল বেগে আছড়ে পড়ল জল। যাত্রীদের বিছানা, ব্যাগ ভিজে হুলস্থুলু কান্ড। ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৯ জুন বেঙ্গালুরু থেকে পাটনাগামী সঙ্ঘমিত্রা এক্সপ্রেসে চলন্ত ট্রেনের এসি থেকে বের হতে থাকে জল। তুমুল বেগে ছোটখাটো জলপ্রপাতের মতো জল পড়তে থাকে কামরায়। জল থইথই অবস্থা হয় কামরার মেঝেতে। সঙ্ঘমিত্রা এক্সপ্রেসের সবচেয়ে দামি কামরাতে এমন ঘটতে দেখে হতবাক যাত্রীরা। নিজেদের জিনিসপত্র নিয়ে দৃশ্যতই জলে পড়েন যাত্রীরা। এসি থেকে জল পড়ার ভিডিয়ো করেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে যায়।


 



ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন যাত্রীরা। সঙ্ঘমিত্রা এক্সপ্রেসের মতো প্রথম সারির ট্রেনের এ-১ কামরারই হাল। সেক্ষেত্রে অন্যান্য দূরপাল্লার ট্রেনগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। নতুন ট্রেন ও পরিকাঠামো তৈরির পাশাপাশি চালু ট্রেনগুলির রক্ষণাবেক্ষণে নজর দেওয়া হোক, দাবি তাঁদের।


আরও পড়ুন: জন্ম থেকে মৃত্যু পদে পদে কাটমানি নিয়েছে তৃণমূল, সংসদে খাঁটি বাংলায় সুর চড়ালেন লকেট