নিজস্ব প্রতিবেদন: সিসিটিভি ফুটেজই চলন্ত ট্রেনকে বাঁচিয়ে দিল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। বৃহস্পতিবার মুম্বই-পুণে রুটে লাইনের ওপরে ভেঙে পড়ে একটি বিশাল পাথর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যালের মনোরোগ বিভাগের প্রধান, আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা


এদিন সন্ধে সাড়ে আটটা নাগাদ ওই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল মুম্বই-কোলাপুর সায়াদ্রী এক্সপ্রেসের। সিসিটিভি ফুটেজে ঘটনার ছবি ধরা পড়ে যায়। সময়মতো থামানো হয় এই এক্সপ্রেস ট্রেনকে।



বর্ষার সময়ে এবার মুম্বই-পুনে রুটের পাহাড়ি এলাকায় সিসিটিভি বসানো হয়। আর তাতেই ফল মিলল। বৃহস্পতিবার সন্ধে ৮.১৫ নাগাদ লোনাভালায় একটি বিশাল পাথর লাইনের ওপরে এসে পড়ে।



রেল সূত্রে জানা গিয়েছে বোল্ডারটি লম্বায় ২.৩ মিটার ও ১.৬ মিটার চওড়া ও ২.২ মিটার উঁচু। ট্রেনটি ওই পাথরটিকে ধাক্কা মারলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।


আরও পড়ুন-NRS-কাণ্ডে দেশজুড়ে এককাট্টা চিকিত্সকরা, প্রতিবাদ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়েও


সেন্ট্রাল রেলের মুখপাত্র সুনীল উদাসি সংবাদমাধ্যমে বলেন, পাথর পড়ে যাওয়ার পর রেলের স্টাফরা শুধুমাত্র কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েই ক্ষান্ত হননি বরং তারা ওভারহেড তারের বিদ্যুত্ বিচ্ছিন্ন করে দেন। ফলে ওই এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে দেওয়া হয় ঠাকুড়ওয়াড়ি স্টেশনে। যাত্রীদের জন্য প্রয়োজনীয় খাবার পাঠিয়ে দেওয়া হয়।