NRS-কাণ্ডে দেশজুড়ে এককাট্টা চিকিত্সকরা, প্রতিবাদ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়েও
মাথায় হেলমেট পরে, কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদে ভিনরাজ্যের চিকিত্সকরাও। ধর্মঘট বেশ কয়েকটি ভিনরাজ্যের সরকারি হাসপাতালেও। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের চিকিত্সকরাও বিক্ষোভে সামিল হয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও এনআরএস কাণ্ডের আঁচ। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াল AIIMSএর চিকিত্সক সংগঠন RDA। বৃহস্পতিবারের প্রতিবাদ মিছিলের পর আজ দিনভর কর্মবিরতি। জরুরি বিভাগ বাদ দিয়ে বাকি সব পরিষেবা বন্ধ। দিল্লির সবকটি হাসপাতালেই এক ছবি। একইসঙ্গে অভিনব প্রতিবাদেও সামিল হন চিকিত্সকরা। মাথায় হেলমেট পরে, কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদে ভিনরাজ্যের চিকিত্সকরাও। ধর্মঘট বেশ কয়েকটি ভিনরাজ্যের সরকারি হাসপাতালেও। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের চিকিত্সকরাও বিক্ষোভে সামিল হয়েছেন।
প্রতিবাদ আঁচ দেশ জুড়ে। দিল্লি, মুম্বই সর্বত্রই হাসপাতালের চিকিত্সকরা প্রতিবাদ আন্দোলনে সামিল। বৃহস্পতিবার অভিনব পদ্ধতিতে বিক্ষোভে সামিল হয়েছেন দিল্লির AIIMS এর চিকিত্সকরা। কারোর মাথায় হেলমেট , কারোর বা মাথায় ব্যান্ডেজ বাঁধা, অনেকের আবার গলা থেকে ঝুলছে ব্যান্ডেজ বাঁধা হাত। তাঁদের মধ্যে কেউ কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। তাতে লেখা রয়েছে, “আমরা কেউ জঙ্গি নই। আমরা ডাক্তার। আমরাই আপনাদের প্রাণ বাঁচাই। চিকিত্সক নিগ্রহ বন্ধ হোক। কলকাতার এনআরএস-এর চিকিত্সকদের পাশে রয়েছি আমরা।“
#WATCH Resident Doctors at Raipur's Dr. Bhimrao Ambedkar Memorial Hospital raise slogans of 'We Want Justice' as they protest over violence against doctors in West Bengal. #Chhattisgarh pic.twitter.com/70BsCTmGLN
— ANI (@ANI) June 14, 2019
NRS-এর ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কর্মবিরতি AIIMS-এর চিকিত্সকদের
প্রসঙ্গত, সোমবার রাতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিত্সকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এক জুনিয়র চিকিত্সক পরিবহ মুখোপাধ্যায় গুরুতর আহত হয়ে চিকিত্সাধীন।