ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার তৃতীয় বার দুর্ঘটনার মুখে ভারতীয় রেল।  ভোরবেলায় শুরু হয়েছিল শক্তিপুঞ্জ এক্সপ্রেসের বেলাইনের খবর দিয়ে। বিকেলে মহারাষ্ট্রে বেলাইন হল মালগাড়ি। মহারাষ্ট্রের খান্ডালায় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হল। কী কারণে দুর্ঘটনা, তা জানা ‌যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সুরেশ প্রভুর থেকে রেলমন্ত্রকের দায়িত্ব নিয়েছেন পী‌যূষ গোয়েল।  তিনি দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার একইদিনে তিন তিনটে রেল দুর্ঘটনাক খবর মিলল। তালিকায় রয়েছে দেশের প্রিমিয়াম ট্রেন রাজধানীও। দিল্লির শিবাজি ব্রিজের কাছে বেলাইন রাজধানীর ইঞ্জিন ও পাওয়ার কার। হতাহত কেউ হননি বলে জানান রেলের মুখপাত্র। তার আগে ভোরে উত্তরপ্রদেশের সোনভদ্রে লাইনচ্যুত হয় শক্তিপুঞ্জ এক্সপ্রেস। বেলাইন হয় তিনটি এসি, দুটি জেনারেল কামরা-সহ একটি পার্সেল কোচ এবং গার্ডের কামরা। হাওড়া থেকে মধ্যপ্রদেশের জবলপুরে ট্রেনটি ‌যাচ্ছিল। হতাহতের কোনও খবর মেলেনি।


আরও পড়ুন, পী‌যূষ গোয়েল আসার পর কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া রেল দুর্ঘটনা